কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন
কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন
বরেণ্য কথাসাহিত্যিক, চিন্তক ও ‘অগ্রবর্তী আধুনিক মানুষ’ শওকত ওসমানের ৯৮তম জন্মদিন  ২ জানুয়ারি। ১৯১৭ সালের এই দিনে পশ্চিম বঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে তাঁর ভক্ত পাঠক ও অনুরাগীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

শওকত ওসমানের পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। গল্প নাটক উপন্যাস প্রবন্ধ রস-রচনা রাজনৈতিক লেখা শিশু-কিশোর সাহিত্য সর্বত্রই তাঁর ছিল স্বাচ্ছন্দ্য বিচরণ। কথাসাহিত্যে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান। তিনি একজন সার্থক কথাশিল্পী। বিভিন্ন বিষয়ে শতাধিক বই লিখেছেন তিনি। ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’ ‘সমাগম’, ‘রাজা উপাখ্যান’ সহ বেশ কিছু রচনা তাঁকে অমরত্ব দিয়েছে।

প্রগতিশীল এই বুদ্ধিজীবীর অবস্থান ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। ধর্মনিরপেক্ষ নীতি বিশ্বাস করতেন। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে সামনের সারিতে থাকা শওকত ওসমানকে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত করা হয়।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান