কথাসাহিত্যিক হারুন পাশা- এর জন্মদিন আজ
কথাসাহিত্যিক হারুন পাশা- এর জন্মদিন আজ

কথাসাহিত্যিক হারুন পাশা

হারুন পাশা কথাসাহিত্যিক [জন্ম. ১০ নভেম্বর ১৯৯০] 

তাঁর লেখালেখির শুরু ২০১২ সাল থেকে। তিনি গল্প-উপন্যাসের বর্ণনায় লেখককে অনুপস্থিত রাখেন। গল্প-উপন্যাসে চরিত্ররাই কথক। তাদের কথনেই কাহিনি এগিয়ে যায় শেষ পৃষ্ঠা পর্যন্ত। আখ্যানে এক চরিত্র গল্প শোনায় আরেক চরিত্রকে কিংবা নিজেরাই বলে নিজেদের গল্প। ওই গল্প থেকে আমরা জানতে পাই দেশ, সমাজ এবং মানুষের সংকটাপন্ন জীবনকথা।

কখনো আঞ্চলিক ভাষায় আবার কখনো প্রমিত বয়ানে উঠে আসে সংকটের গল্প। নতুন এই প্রকাশরীতি পাঠককে মুগ্ধ রাখে, আখ্যানে। তিনি লেখেন পিতার সম্মান বৃদ্ধির জন্যও। তিনি গল্প-উপন্যাস লেখার প্রয়োজনে দেশের ভিন্ন ভিন্ন জায়গায় যান।

পছন্দ : মানুষের সঙ্গ। ভ্রমণ। অন্যের কাছ থেকে গল্প এবং গান শোনা। অবসর কাটে : বই পড়ে। গান শুনে। নাটক-সিনেমা দেখে। তাঁর জন্ম রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা সাহিত্যে ¯স্নাতক (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। অর্জন করেছেন এম.ফিল অ্যাওয়ার্ড। প্রকাশিত গ্রন্থ ৫টি। এর মধ্যে উপন্যাস 'তিস্তা' এবং 'চাকরিনামা' লেখালেখির স্বীকৃতিস্বরূপ ২০২০ সাল পর্যন্ত পেয়েছেনকালি কলম তরুণ কবি লেখক পুরস্কার ২০১৮এবংশওকত ওসমান সাহিত্য পুরস্কার ২০১৯


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান