কবি ইমতিয়াজ মাহমুদ এর জন্মদিন
কবি ইমতিয়াজ মাহমুদ এর জন্মদিন

ছবি : কবি ইমতিয়াজ মাহমুদ


সাহিত্যবার্তা : সময়ের নির্জনতাপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ। ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় জন্মগ্রহন করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এএফপির বাংলা বিভাগে এক বছর ।
সাব-এডিটর পদে কাজ করার পর সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান। 

প্রকাশিত বই:
ম্যাক্সিম (২০১৬), কালো কৌতুক (২০১৬), পেন্টাকল (২০১৫), নদীর চোখে পানি ও অন্যান্য কোয়াটরেন (২০১৩), মানুষ দেখতে কেমন (২০১০), সার্কাসের সঙ (২০০৮), মৃত্যুর জন্মদাতা (২০০২), অন্ধকারের রোদ্দুরে (২০০০)।
পেন্টাকল গ্রন্থের জন্য কলকাতা থেকে পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার।

প্রথম কবিতা দীর্ঘশ্বাসে প্রকাশিত হয় ১৯৯৯ সালে পাক্ষিক শৈলী পত্রিকায় । 

আজ কবির জন্মদিন । সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান