কবি হাফিজ রহমান এর কবিতার বই ‘বুক তাঁর বাংলাদেশ ’ প্রকাশিত হয়েছে
কবি হাফিজ রহমান এর কবিতার বই ‘বুক তাঁর বাংলাদেশ ’ প্রকাশিত হয়েছে

অমর একুশে বইমেলা-২০২১-এপ্রকাশ পেয়েছে কবি হাফিজ রহমান এর কবিতার বই বুক তাঁর বাংলাদেশ

বুক তাঁর বাংলাদেশ’’বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- জংশনবইটির প্রচ্ছদ করেছেন- মিজান স্বপন

মূল্য- ১৫০ টাকামেলায় জংশনের ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এ বই

হাফিজ রহমান। জন্ম ১৯৫৯ সালের ২০ শে জানুয়ারী, তদানিন্তন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান মাগুরা জেলা) মহম্মদপুর থানার ডুমুরশিয়া গ্রামে।

পেশায় প্রকৌশলী হলেও মূলত কবি তিনি, ছাত্রাবস্থায় আশির দশকে লিখিত কবিতা নিয়ে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ফিরে আসি প্রতিদিন ২০১৫ সালে প্রকাশের মাধ্যমে সাহিত্যাঙ্গনে প্রবেশ এবং তারই ধারাবাহিকতায় তিনি লিখে চলেছেন।

দ্বিতীয় কবিতার বই কবিতার কাছে যাবো ২০১৬ প্রকাশিত।

সম্পাদিত কাব্যগ্রন্থ বৈশাখে রচিত পঙক্তি (২০১৬)। ২০১৮ সালে তার প্রথম গল্পগ্রন্থ দুই জীবনের গল্প প্রকাশিত হয়।

২০১৯ সালের অক্টোবরে কলকাতা থেকে দুজন কবির সাথে কোমল তিন স্বর নামে একটা যৌথকাব্য প্রকাশিত হয়েছে।

এ ছাড়া ২০২০ সালেই প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ উৎসব ও সানজানা, শুধু তোমার জন্যে।

এ ছাড়াও “নিঃসঙ্গ মনোভূমি” কাব্যগ্রন্থটি অচিরেই প্রকাশিত হবে।

প্রকাশিত গ্রন্থসমূহঃ ফিরে আসি প্রতিদিন (২০১৫),

কাব্যগ্রন্থ কবিতার কাছে যাবো (মানুষজন প্রকাশনী, ২০১৬),

কাব্যগ্রন্থ দুই জীবনের গল্প (সাম্প্রতিক প্রকাশনী, ২০১৮),

গল্পগ্রন্থ কোমল তিন স্বর (ইসক্রা, ২০১৯)

যৌথকাব্যগ্রন্থ, কলকাতা থেকে প্রকাশিত।

উৎসব (কলম প্রকাশনী, ২০২০)।

সানজানা, শুধু তোমার জন্যে (কলম প্রকাশনী, ২০২০)।

সম্পাদনা: বৈশাখে রচিত পঙ্ক্তি (২০১৬)। সম্পাদক: সাহিত্য পত্রিকা- দন্ত্যস 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান