গ্রন্থমেলায় লিটলম্যাগ চত্বর ভিন্ন আকর্ষণের জায়গা !
গ্রন্থমেলায় লিটলম্যাগ চত্বর  ভিন্ন আকর্ষণের জায়গা !

ছবি : লিটলম্যাগ চত্বর


অমর একুশে গ্রন্থমেলায় লিটলম্যাগ চত্বর বরাবরই ভিন্ন আকর্ষণের জায়গা। প্রচলিত ধারার বাইরে, নবীন আর প্রবীণদের খোলামনের লেখা নিয়ে বের হয় এক একটি ছোট পত্রিকা। মেলায় লিটল ম্যাগ চত্বরে নানা স্বাদের পত্রিকা, বই থাকলেও পাঠক সমাগম নেই তেমন।

প্রতিবছর বর্ধমান হাউজের বহেরা তলায় 'লিটল ম্যাগ' চত্বরে আসে নতুন লেখকদের সম্ভার। তবে মেলার অন্যান্য বইয়ের মতো লিটল ম্যাগের প্রতি সাধারণ পাঠকের আগ্রহ একটু কম। দু-একটা স্টলে ছোটদের বই থাকায় সেখানে ভিড় দেখা যায়।

মেলায় আগত পাঠকরা জানান, লিটলম্যাগ চত্বরের পরিসর ছোট হওয়ায় এবং বড় কবি সাহিত্যিকরা বড় স্টলগুলোতে থাকায় লিটলম্যাগের দিকে নজর পড়ছে কম।

লিটলম্যাগ কর্ণার ঘুরে দেখা গেল অবসর সময় পার করছেন বিক্রেতারা। তরুণ লেখকদের আঁতুড়ঘর খ্যাত এই লিটলম্যাগের রাজত্বে পাঠকদের উপস্থিতি হাতেগোনা।

পরানকথার সম্পাদক ড. তাশরিক-ই-হাবিব জানান, লিটল ম্যাগ বরাবরই প্রচলিত ধারাবিরোধী, বাণিজ্য নির্ভর নয়। এই চত্বর ছিল বাংলা একাডেমির সাহিত্যের বীজ। ঐতিহ্য হিসেবে এটাই ছিল প্রধান কেন্দ্র। এ বছর, অমর একুশে গ্রন্থমেলায় ১৪৪টি স্টল রয়েছে লিটলম্যাগ চত্বরে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান