লেখক-শিল্পী-সাংবাদিক ও প্রকাশকদের ত্রাণ তহবিল
লেখক-শিল্পী-সাংবাদিক ও প্রকাশকদের ত্রাণ তহবিল

ব্যানার করেছেন: শিল্পী আবু হাসান

সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট ও উত্তরাঞ্চলের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের সাহায্যে দেশের লেখক-শিল্পী-সাংবাদিক ও প্রকাশকদের পক্ষে ত্রাণতহবিল গঠন করা হয়েছে। দশ দিনের মধ্যে এ তহবিলের পক্ষ থেকে অর্থসহযোগিতা পৌঁছে দেয়া হবে।

দেশ ও প্রবাস থেকে ২৮ জুনের মধ্যে যে কেউ এ তহবিলে অর্থসহযোগিতা পাঠাতে পারবে। যারা অর্থসহযোগিতা পাঠাবে ফেসবুকে তাদের নাম প্রকাশ করা হবে। তবে অনিচ্ছুকদের নাম গোপন রাখা হবে।

লেখক-শিল্পী-সাংবাদিক ও প্রকাশকদের মধ্যে রয়েছেন: যতীন সরকার, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, মামুনুর রশীদ, মুহম্মদ নূরুল হুদা, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ মনজুরুল ইসলাম, তাসমিমা হোসেন, মাসুদুজ্জামান, আবুল আহসান চৌধুরী, কামাল চৌধুরী, ইমদাদুল হক মিলন, জাফর ওয়াজেদ, মিনার মনসুর, এনামুল করিম নির্ঝর, আনিসুল হক, তারিক সুজাত, সাহিদুল ইসলাম বিজু, মাজহারুল ইসলাম, আনিসুজ জামান, মাসরুর আরেফিন, মুন্নী সাহা, চঞ্চল আশরাফ, আহমাদ মোস্তফা কামাল, আলফ্রেড খোকন, শামীম রেজা, মাসুদা ভাট্টি, মাহবুব আজীজ, রুমা মোদক, নূর সাফা জুলহাজ।

অর্থতহবিলের সমন্বয়ে রয়েছেন: শাহেদ কায়েস, স্বকৃত নোমান, মনিরুজ্জামান মিন্টু, আফরোজা সোমা, মোজাফ্ফর হোসেন, শামস শামীম ও অরবিন্দ চক্রবর্তী।

ব্যাংক একাউন্ট
১.
Sakrito Noman
1503202739897001
Brac bank
Mogbazar branch, dhaka
Swift : BRAKBDDH
Routing Number : 060274184

২.
Mojaffor Hossain
Agrani Bank Ltd
Bangla Academy branch
0200009213830

৩.
Sakrito Noman
Dutch bangla bank limited
137.101.72952
Savar Bazar Branch
Savar, Dhaka
Routing No : 090264122
SWIFT Code : DBBLBDDH

বিকাশ নম্বর
০১৯৭২২৩৮৩২০
০১৭১৭৫১৩০২৩
০১৬৮১৪৬৮৫৫৪
০১৭৮০০৯৫০২১

নগদ নম্বর
০১৮৫২০৪৬০২৮

রকেট নম্বর
০১৯৭২২৩৮৩২০


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান