শুভ জন্মদিন মোহাম্মদ নূরুল হক
শুভ জন্মদিন মোহাম্মদ  নূরুল হক

মোহাম্মদ নূরুল হক একাধারে কবি, প্রাবন্ধিক,  ছোটকাগজকর্মী সংবাদকর্মী। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরে তার জন্ম। পর্যন্ত তার দশটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটি কবিতা, সাতটি প্রবন্ধের বই।

 

কবিতার বইগুলো হলো- ‘ মাতাল নদীর প্রতœবিহার’, ‘ স্বরচিত চাঁদউপ-বিকল্প সম্পাদকীয় প্রবন্ধের বইগুলো হলো- ‘ সাহিত্যে দশক বিভাজন অন্যান্য’, ‘ সমালোচকের দায়’, ‘অহঙ্কারের সীমানা অন্যান্য’, ‘সাহিত্যের রাজনীতি’, ‘সমকালীন সাহিত্যচিন্তা’, ‘ কবিতার সময় মনীষার দানআহমদ ছফার বাঙালিদর্শন অন্যান্য

 

তিনি আইনে স্নাতক। পেশাগত জীবনে বহুপেশা পরিবর্তন করে বর্তমানে সাংবাদিকতায় থিতু হয়েছেন। কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের সাহিত্যপাতায়, ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারা বাংলার বার্তা সম্পাদক।

 

বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ছাড়া ১৯৯৬ সাল থেকে সম্পাদনা করে আসছিলেন সাহিত্যের ছোটকাগজ চিন্তাসূত্র, মেঠোপথ, প্রাকপর্ব অনুপ্রাস।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান