জঞ্জাল স্যুটিং এর স্থিরচিত্র
সাহিত্যবার্তা নিজস্ব: জামালপুর জেলার ইসলামপুর উপজেরার রেলগেইটে অবস্থিত ব্রহ্মপুত্র কালচারাল একাডেমি; প্রতিবারই চমক দেখানোর অপেক্ষায় থাকে । সমাজকে শুদ্ধ করার অভিযানে নামা যেনো একদল মানুষ ।
ব্রহ্মপুত্র কালচারাল একাডেমি জন্মলগ্ন থেকে মানুষের মনের খাদ্য যোগানে চেষ্টা করে যাচ্ছে । নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতই তাদের কযর্কলাপ ।
এ সমাজে ঘটে যাওয়া কতকিছুই না অজানা থেকে যায়- হারিযেও যায় অনেক কিছু । ব্রহ্মপুত্র কালচারাল একাডেমি চেষ্টা করে যাচ্ছে সমাজ সচেতনতারমূলক কাজ করার ।
এবার বিশিষ্ট নাট্যনিমার্তা সৈয়দ মাসুদ রাজা নির্মান করলেন জনসচেতনতা মূলক শর্টফিল্ম জঞ্জাল। শর্ট ফিল্ম মূল চরিত্রে অভিনয় করেছেন এড. মো: আব্দুস ছালাম, তারিকুল ইসলাম বিদ্যুৎ, আজিজ আহমেদপ্রমূখ---
অচিরেই আসছে ..... শর্ট ফিল্মটি দেখতে চোখ রাখুন poymal media. আরও বিভিন্ন স্বাদের ফিল্ম উপভোগ করুণ।