এস এম ফরিদ উদ্দিন এর দুটি পেলিন্ড্রোম কবিতা
এস এম ফরিদ উদ্দিন এর দুটি পেলিন্ড্রোম কবিতা



রেশমি মিশরে

 

তুমি মাহি হিমা মিতু,

মালিনী নীলিমা,

বসন্তে কথা থাক তেন সব

 


 নয়ন

ককানো কাক নয়ন নম যে, যেমন নয়ন ককানো কাক

হে মন নম হে,

তুমি তবুও বুত মিতু?

তরা কতক নবজীবন কতক রাত

 

পেলিন্ড্রোম (Palindrome)  কবিতা কি সত্যি বাংলা সাহিত্যে নেই???
সবার আগে জেনে নিই,পেলিন্ড্রোম(Palindrome) শব্দের অর্থ কি? আর পেলিন্ড্রোম ( Palindrome) কবিতা কি?
পেলিন্ড্রোম ইংরেজি শব্দের অর্থ হলো, যে কোন শব্দ, বাক্য ও সংখ্যা ডান দিক থেকে পড়লে অর্থ যা হবে, আবার বাম দিক থেকে পড়লে অর্থ তাই হবেযেমন- নয়ন, ভালবাসি আমি ভালবাসি এবং ১২১,৫৫৫ ইত্যাদি
ইংরেজি সাহিত্যে অসংখ্য পেলিন্ড্রোম কবিতা রয়েছেবাংলা সাহিত্যে পেলিন্ড্রোম কবিতা খুব বিরলতবে বাংলা সাহিত্যে খুব সামান্য দু'এক লাইনের পেলিন্ড্রোম  কবিতা বর্ণ  দিয়ে  রয়েছেতবে শব্দ দিয়ে নেই বললেই চলে

 


 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান