রুমানা গণি'র দুটি কবিতা
রুমানা গণি'র দুটি কবিতা
ভাবনা

শরতের নীল আকাশ
কিছুটা মেঘভার ছিল আজ
বৃষ্টি হলো এক পশলা
শুভ লক্ষন বোধহয়!
মাথার ওপর উড়োজাহাজ চলে যায় গন্তব্যে
মনটা ও দোলে, ওড়ে সেই সাথে।
বিমান থেকে কয়দিন আগের দেখা
বিন্দুর মত শহরের লাইটগুলো,
চিকন ফিতার মত নদীর কথা মনে পড়ে....
ওপর থেকে এগুলো দেখে ও শান্তি!
বিগত এক মাসে বিভিন্ন শহর, প্রান্তরে
কত না ঘুরে বেড়িয়েছি!
হারানো দিনের এটা, সেটা
জড়িয়ে থাকে মনে.....
এমন জন অরন্য কখনও দেখা হয়না!
কত শত ছবি,ভাবনার.... উঁকিঝুঁকি ..
ইয়েলোস্টোনে বিস্তীর্ণ ভূখন্ড,সাদা চুনের মত, কখনও খয়েরী,হলুদ, ছাই রঙ ওপরে জল,
হট স্পিংগুলো থেকে মাঝে মাঝে ধোঁয়া উড়ছে!
পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছপালা,
চারপাশে রাস্তা, অসংখ্য দর্শকের আনাগোনা,
কোথাও সবুজ পাইন গাছের সারি,ঝর্না বয়ে যায়,
হঠাৎ বাথান(মহিষ),ইয়াল্ক চলে আসে রাস্তায়!
আবার কখন ও দেখি...
লেকের নীল জল আর আকাশের নীলে
অপরান্হ সূর্যের অরুপ বর্নাঢ্য খেলা!
অভিলাষী মন আকন্ঠ পান করে বিলাসী সুখ,
কত যুগল মূর্তি এই আনন্দ- প্লাবনে সমর্পিত!

ভ্রমন

বর্তমান বিলীন হয় অতীতের গর্ভে
এই কয়দিনের আনন্দ, দৌড়,ঝাঁপ
শেষে সব কেমন শুনসান,নীরব!
এই অপরান্হে মনে পড়ছে....
ফিলাডেলফিয়ায় লান্চে সব একএিত হলাম,
লিবার্টি বেল,গনতন্এের আদি অফিস ইত্যাদি
দেখে, শহরে খোলা হাওয়ায় ঘুরলাম,
নিউজার্সি তে বিকেলে আয়েশ করে স্নাক্স,চাপান,গল্প -কথা বেশ ভাল লেগেছিল!
ইয়েলোস্টোনের পথে পথে গাড়ী থামিয়ে হট স্পিং,
কুল কুল বয়ে যাওয়া চিকন সুদীর্ঘ ঝর্ণা,
মাইলের পর মাইল পাইন ফরেস্ট,নদী,
বর্নাঢ্য পাহাড়, বৈচিএময় পাথর বিস্ময় নিয়ে দেখলাম!
দু 'বার সল্টলেক সিটিতে বিমানের জন্য অপেক্ষা, বিমানবালাদের সেবা বেশ আন্তরিক লেগেছিলো!
আলোকমালার স্বপ্নপুরী লাসভেগাস শহর,
বিচিএ সব কাজ কারবার সেখানে!
শরীরের ক্লান্তি,শ্রান্তির সাথে পাল্লা দিয়ে তারপর...
যশোয়া ন্যাশনাল পার্ক....কেমন অচিন এক শহর যত দেখি তবু কিছু দেখা যেন বাকী রয়ে যায় .... পাহাড় আর গাছের আড়ালে!
নিউপোর্ট বীচের, নীলজলের বোটভ্রমন মোহনীয়!
সানডিয়োগোর বোটানিক্যাল গার্ডেন,
ডাউনটাউন, ওয়াটারফ্রন্ট পার্ক, সমুদ্রতীরে হাঁটাহাঁটি.. চোখ ও মন দুইই উপভোগ করেছে।
সারি সারি পাহাড়ের সাথে পাইন গাছের সৌন্দর্যে অতুলনীয় বল্ড মাউনটেইন।
সময়, সুযোগে দেখে নাও সবাই।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান