ওমর শামস এর কবিতা
ওমর শামস এর কবিতা

কবি : ওমর শামস


একাডেমী পুরস্কার

পুরস্কার কি গাছের গুটা।
একটা ঢেঁকি স্বর্গে যাবে, বারা বানতো আর সব কটা।।

একাডেমি বড়ৈ শক্ত, ফকিরিতে প্রহলাদ ভট,
বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে তবেই বিচার লৌহপীটা।।

রুপ সনাতন ফকির ছিল, বায়ান্ন লাখ ছেড়ে দিল,
তেল দিয়ে সে নদী দিলো, খিলাত পেলো - দলের পাঁঠা।।

ঈব্রাহিম ফকির ছিল, আপন পুত্র জবাই দিল,
আগুনে পরীক্ষা হইল, ঈঞ্জিলে তার নামটি লেখা।।

লিখে ফিকে কি হবে আর, দলদাসের বেদীর পরে -
মালকড়ি দিতে পারলে তবেই বাঁধ বুকের পাটা।।

আয়রে আয় ভুতো হাবা, যতোই হবি ল্যাবা-গোবি
সমস্বরে হাম্বা ক’বি , তবেই পাবি খিলাত সবি।।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান