কবি পুলিন রায়ের আজ শুভ জন্মদিন  
কবি পুলিন রায়ের আজ শুভ জন্মদিন  



কবি পুলিন রায় চারদশক থেকে নিরলসভাবে লিখে যাচ্ছেন কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ। 
তিনি একাধারে সৃজনশীল কবি, সংগঠক এবং সাহিত্যের ছোট কাগজ ‘ভাস্করের’ সফল সম্পাদক। ‘ভাস্কর’ দীর্ঘ ২৯ বছর যাবৎ তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে; এপার বাংলা-ওপার বাংলা দুই বাংলায় কবিতার ভুবনে কবি পুলিন রায়ের 
রয়েছে দীপ্ত পদচারণা। ইতিমধ্যেই কবি পুলিন রায়ের  তিনটি কাব্যগ্রন্থ ও দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। 


তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্ন যাবে সমুদ্র স্নানে(২০০১), ‘কালের পালকে আঁকা’ (২০০৬), ‘সুঘ্রাণ ছড়ানো মৌনতা’ (২০১৭) 
এবং গল্প গ্রন্থ দু’টি হলো ‘কষ্টের নোনা জলে যাপিত জীবন (২০০৪),‘ওরা সবুজ ওরা জীবন যোদ্ধা’ (২০০৮)।
তারই ধারাবাহিকতায় অমর একুশে বই মেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে তার চতুর্থ কাব্যগ্রন্থ পাখির ঠোঁটে বসতি’।
কবির সৃজনশীলতার স্বাক্ষরস্বরুপ তিনি এবার পেয়েছেন ‘মাকুন্দা’পদক।


তার শুভ জন্মদিনে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল,সুস্থ-সুন্দর কল্যাণময় জীবন প্রার্থনা করছি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান