জবিতে দর্শন সাংস্কৃতিক ক্লাবের কর্মশালা
জবিতে দর্শন সাংস্কৃতিক ক্লাবের কর্মশালা

সাহিত্যবার্তা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ তাদের সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল করতে দর্শন সাংস্কৃতিক ক্লাব গঠন করে। সে ধারাবাহিকতায় দর্শন সাংস্কৃতিক ক্লাব তাদের প্রথম সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করে।

কলা ভবনের পঞ্চম তলায় আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের আবৃত্তি, উপস্থাপনা ও অভিনয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী কর্মশালায় সার্বিক সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।

কর্মশালায় আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ দেন জবি দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দার। উপস্থাপনা বিষয়ে ক্লাস নেন সময় টেলিভিশনের রিপোর্টার মামুন আব্দুল্লাহ এবং অভিনয়ের উপর প্রশিক্ষণ দেন পরিচালক ও ধারাভাষ্যকার শামীম আল জাবের।

অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন দর্শন সাংস্কৃতিক ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মো. জসিম খান। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ডিন অধ্যাপক ড. লুৎফর রহমান, দর্শন বিভাগের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম, দর্শন সাংস্কৃতিক ক্লাবের সভাপতি মমিন উদ্দিন, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমাসহ দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ক্লাবের কো-মডারেটর ও প্রভাষক সাজিয়া আফরিন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান