দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার জন্মদিন
দেশের  প্রখ্যাত  নাট্যকার মাসুম রেজার জন্মদিন

মাসুম রেজা

দেশের প্রখ্যাত নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক মাসুম রেজার জন্মদিন আজ। তিনি এই দিনে কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুরের পুরাতন কাটাইখানা মোড়ে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
 
শৈশবে কবি হওয়ার প্রচণ্ড ইচ্ছে থেকেই লেখালেখি শুরু করেন মাসুম রেজা। কিন্তু সংস্কৃতি অঙ্গনের সব জায়গাতেই ছিলো সমান আগ্রহ। আর এ কারণে সেই শৈশবেই যোগ দেন কুষ্টিয়ার স্থানীয় নাট্যদল ‘বোধন’ এ। লেখাপড়ার সূত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই গড়ে ওঠে তার নাট্যবলয়। এরপর ঢাকায় এসে কয়েকজন সমমনা বন্ধু নিয়ে গড়ে তোলেন দেশ নাটক। একের পর এক দর্শক নন্দিত নাটক উপহার দিয়ে খুব সহজেই পেয়ে যান বিশাল ভক্ত গোষ্ঠী। টেলিভিশনে রঙের মানুষ নাটকটির মধ্যে দিয়ে পৌঁছে যান জনপ্রিয়তার তুঙ্গে।
 
মাসুম রেজার প্রথম নাটক ১৯৭৯ সালে চাঁদ আলীর উপর রচিত পথ নাটক। প্রথম পূর্ণ মঞ্চ নাটক হল বিরসা কাব্য। তার রচিত প্রথম টেলিভিশন নাটক কৈতর। ১৯৯৬ সালে প্রচারিত নাটকটি পরিচালনা করেন সালাউদ্দিন লাভলু।
 
২০০০ সালে দেশ নাটকের প্রযোজনায় তার রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় নিত্যপুরাণ। এই নাটকে তিনি মহাভারতের চরিত্র একলব্যকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসেন। ২০০১ সালে মেঘলা আকাশ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন নারগিস আক্তার। ২০০৩-০৪ সালে সেলিম আল দীন এবং তার যৌথ রচনায় রঙের মানুষ ধারাবাহিক নাটকটি জনপ্রিয়তা লাভ করে। এই নাটকের জন্য তিনি সেলিম আল দীনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হল সেকু সেকান্দর, ছায়া ঘড়ি, দিচক্রযান, এবং বিজমন্ত্র। ২০০৪ সালে তিনি তার মঞ্চ দল দেশ নাটকের জন্য রচনা করেন জল বালিকা এবং বাঘাল। তার রচিত ও নির্দেশিত অন্যান্য উল্লেখযোগ্য মঞ্চ নাটক হল আরজ চরিতামৃত, শামুকবাস। ২০০৫ সালে তিনি মোল্লা বাড়ীর বউ চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেন। ছবিটি পরিচালনা করেন সালাউদ্দিন লাভলু। এই বছর তার রচনায় তাহের শিপন পরিচালনায় মেঘ রং মেয়ে টেলিভিশন নাটকটি এনটিভিতে প্রচারিত হয়। ২০০৬ সালে তার রচিত মধুময়রা টেলিভিশন নাটকটির জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।
 
২০১০ সালে তিনি ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ বছর ফেব্রুয়ারিতে তার রচিত মীন কন্যাদ্বয় এবং গোলকিপার উপন্যাস দুটি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। তিনি ২০১৫ সালে বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ এবং রিয়াজুল রিজুর সাথে যৌথভাবে চিত্রনাট্য রচনা করেন। ছবিটির জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনীকার এবং রিয়াজুল রিজুর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন।
 
২০১৬ সালে তিনি টেলিভিশন নাট্যকার সংঘের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে দেশ নাটকের প্রযোজনায় মঞ্চে আসে ‘সুরগাও’। এই নাটকটির রচনা ও নির্দেশনা দেন তিনি।

নাট্যকার মাসুম রেজার জন্মদিন সাহিত্যবার্তার পক্ষ থেকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ।

 

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান