বর্ণ চক্রবর্তী কণ্ঠে সাবিকুন্নাহার মৌশুমীর গান রিলিজ
বর্ণ চক্রবর্তী কণ্ঠে সাবিকুন্নাহার মৌশুমীর গান রিলিজ

সাবিকুন্নাহার মৌশুমী মূলত: একজন কবি । গল্পে আসেন মাঝেমধ্যে । তার লেখা গল্প পাঠকের মনে স্থান করে নিয়েছে এতদিনে । জন্ম নরসিংদীর নারায়ণপুর । সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরন লক্ষণীয় । এবার তিনি (সাবিকুন্নাহার মৌশুমী) গানে আসলেন কথাকার হিসেবে ।

এ ব্যাপারে সাবিকুন্নাহার মৌশুমীর কাছে জানতে চাইলে তিনি সাহিত্যবার্তাকে বলেন- যে আমি লিখি, তবে গান এই প্রথম করা হলো। আগামীতে আরো গান লিখবো আশা করি। তিনি আরো বলেন, বর্ণদা অসাধারন গায়, আমি কৃতজ্ঞ বর্ণদা'র কাছে তিনি আমার গানের কথাকে সুরের মূর্ছনায় তাঁর কন্ঠে ধারন করেছেন।

এ গানের ব্যাপরে কণ্ঠশিল্পী বর্ণ চক্রবর্তী সাহিত্যবার্তাকে সোজাসাপটাভাবে বলেন- “কিছু বৃস্টি বড় একা” আমি প্রথম এই লাইনটি পড়েই অনুভব করি, এই গানটা খুব মেলডি ডিমান্ড করে। আমি সাথে সাথে গিটার নিয়ে বসে যাই, আমি চোখবন্ধ করলেই বৃস্টি দেখতে পাই, তখনি বুঝতে পেরে যাই খুব ভালো কিছু হতে যাচ্ছে, এভাবেই সৃস্টি হয় গানটির। এটি একটি খুব সুন্দর টিম ওয়ার্ক ।

আমি মৌসুমির প্রতি কৃতজ্ঞ। আমি মৌসুমির লিরিকে আরো গান করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 

গানটি শুনতে চাইলে - 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান