মেলায় সাহিত্যিক ও সাংবাদিক প্রণব মজুমদারের ২টি বই প্রকাশ
মেলায় সাহিত্যিক ও সাংবাদিক প্রণব মজুমদারের ২টি বই প্রকাশ

এবারে প্রকাশিত হয়েছে গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক, কবি এবং সাংবাদিক প্রণব মজুমদারের ২টি মৌলিক গ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ সুখ দুঃখের পদাবলি বের করেছে পুথিনিলয়। প্রকাশনা প্রতিষ্ঠান কারুবাক প্রকাশ করেছে যাপিত জীবনের স্মৃতিকথার বই জীবনের গল্প ।

প্রণব মজুমদার আশি দশকের কবি। দীর্ঘ সময় অর্থনীতি বিষয়ে মূলধারায় সাংবাদিকতার কারণে মৌলিক লেখা হয়ে ওঠেনি। ছড়ায় লেখক জীবন শুরু। বই খাতা কলম নিয়ে খালি পায়ে শিক্ষালয়ে যেতেন যখন! মাধ্যমিক শিক্ষার শুরুতেই দেয়ালিকায় লিখে সাহিত্যাকাশে প্রবেশ। একে একে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ লেখায়ও উদ্বুদ্ধ হন। লিখতে ভালোবাসেন মৌলিক গদ্য। অর্থনীতি বিষয়ে মূলধারার সাংবাদিকতায় সংশ্লিষ্ট বহু সময় ধরে। আশির দশক থেকেই দেশের প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক ও মাসিকে প্রকাশিত হতে থাকে সাহিত্যের এসব মননশীল উপাদান। মৌলিক লেখালেখি ছাড়াও দেশী বিদেশী পত্র-পত্রিকা জার্নালে নিয়মিত কলাম ও নিবন্ধ লিখছেন।

বিভিন্ন চ্যানেলে টিভি অনুষ্ঠানের আলোচক। মূলধারার সাংবাদিকতার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিভাগ রিপোটিংয়ে কাজ করেছেন। বাংলা ও ইংরেজি ভাষায় দেশের ১৩টি জাতীয় দৈনিকে কাজ করার রয়েছে তার ঋদ্ধ অভিজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে উচ্চতর শিক্ষার খ-কালীন শিক্ষক। নৃত্যকলা (নজরুল একাডেমী, জাগো আর্ট সেন্টার, ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমী) এবং ফাইন এন্ড পারফরমিং আর্টসে (বাংলাদেশ শিল্পকলা একাডেমী) উচ্চতর ডিগ্রী লাভ করেছেন ।

নিয়মিত পাক্ষিক অর্থকাগজ এর সস্পাদক। যুক্ত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, স্বজন, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম, জিগীষা ও আগামীসহ অনেক পেশাগত, শিক্ষা, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। ১৯৭৭ সাল থেকে লেখালেখি শুরু। এছাড়া প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে - গল্পগ্রন্থ হুলুস্থূল (নন্দিতা প্রকাশ) এবং ছড়াকাব্য টাপুর টুপুর বৃষ্টি পড়ে (কারুবাক)।

জন্ম কুমিল্লা জেলার চাঁদপুর শহরের প-িতপাড়ায় ১৯৬৩ খ্রিস্টাব্দে। বাবা ড. কালী কৃষ্ণ মজুমদার, মা নিলীমা মজুমদার (রত্নগর্ভা)। ১০ ভাইবোনের মধ্যে সপ্তম। স্ত্রী মারিয়া সাহা, সন্তান প্রমিতি মজুমদার ও প্রত্যয় মজুমদারকে নিয়ে সংসার ভুবন। তিনি প্রকৃতিবাদী মানুষ এবং সর্বদা ভ্রমণ পিয়াসী লেখক।

তার দর্শন হলো আনন্দের মাঝেই জীবন। সাহিত্যিক প্রণব মজুমদারের মতে, সাংবাদিকতা ও শিক্ষকতা তার জীবিকা, লেখালেখি তার জীবন। যে জীবনে তিনি আনন্দ অনুভব করেন অধিকাংশ সময়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান