স্নিগ্ধা বাউল এর সাক্ষাতকার - আরিফুল ইসলাম
স্নিগ্ধা বাউল এর সাক্ষাতকার  -  আরিফুল ইসলাম

কবি: স্নিগ্ধা বাউল


 

 এ সময়ের কবি স্নিগ্ধা বাউল বাউল এর সাক্ষাতকার গ্রহনে সাহিত্যবার্তার সম্পাদক আরিফুল ইসলাম

আরিফুল: আপনি মূলত কবিতার মানুষআপনার কাছ থেকে কবিতার কথা জানতে চাইকবিতা আসলে কী?

স্নিগ্ধা বাউল : কবিতা হলো  শব্দমুদ্রা কবিতার মানুষ নই আমি, তবে কবিতায় মানুষ  

 

 

আরিফুল : আপনার কবি হয়ে ওঠার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?

স্নিগ্ধা বাউল : প্রেরণা প্রতিক্ষণেই তিরি হয়তবে অনুতে অনেক  কিছুই আছেনেতিবাচক ইতিবাচক সবই প্রেরণা হিসেবে রাখি

 

 

আরিফুল:  কবিতা কখন অকবিতা হয়?

স্নিগ্ধা বাউল : অপ্রেমের মতো আমার কাছে অকবিতা বলে কিছু নেই

 

আরিফুল:  প্রথম কোন্ কবিতা লিখে কবি জগতে প্রবেশ করেন?

স্নিগ্ধা বাউল : ছড়া লিখেতবে জগতে প্রবেশের কবিতা এখনো লিখা হয় নাই

 

আরিফুল: প্রথম কবিতা ও সম্প্রতি লেখা কবিতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কী একটু খুলে বলুন...

স্নিগ্ধা বাউল : অনেক প্রথম দিকে লিখে মনে হতো , আহ কী লিখলাম!  এখন মনে হয়, কী সব লিখলাম!

 

আরিফুল: একজন কবি সব থেকে মহৎ ! এতে আপনার প্রতিক্তিয়া কি ?

স্নিগ্ধা বাউল :  : কবিতা আর মহত্ব ভিন্ন বস্তুএক করে দেখার উপায় নেই

 

আরিফুল: কবি চরিত্রটি সমাজের চোখে রহস্যময়,  এই রহস্যময়তার গোপন রহস্যটা আসলে কি?

স্নিগ্ধা বাউল :  রহস্যময় এমন নয়, তবে কবি খেলতে জানেনআর এটাই রহস্যময়তা তৈরি করে

 

আরিফুল:  আপনি একজন কবি, আর কবি হিসেবে কবিতার সংজ্ঞা কি হওয়া উচিত বলে মনে করেন ?

স্নিগ্ধা বাউল :  কবিতা সংজ্ঞায়িত করার মতো উপকরণ বাচক নয়

 

আরিফুল: শিল্পের মধ্যে জীবন থাকে, জীবনে অভিজ্ঞতা থাকে- আপনার কবিতায় অভিজ্ঞতার কথা কতটুকু ? 

স্নিগ্ধা বাউল :  আমি নিজেই কবিতাএটাই আমার অভিজ্ঞতা

 

আরিফুল: এপার বাংলার কবিতার ভাষা এবং ওপার বাংলার কবিতার ভাষার মধ্যে পার্থক্য কতটুকু ?         

স্নিগ্ধা বাউল :   বলেই দিলেন, এপার আর ওপারএটাই পার্থক্য

 

 

আরিফুল : একজন কবি ও দার্শনিকের মধ্যে পার্থক্যটা কোথায় বলে আপনি মনে করেন?

স্নিগ্ধা বাউল : কবিতায় দর্শন আছে, দর্শনে কবিতা নেই


 

আরিফুল:  অনেক তরুণ কবিই গদ্য কবিতাকে প্রাধান্য দিয়ে থাকে ! গদ্য কবিতাকে আপনি কিভাবে দেখছেন ? গদ্য কবিতার ভবিষ্যৎ কী?

স্নিগ্ধা বাউল : সময়ের প্রয়োজনে  গদ্য ফর্ম তৈরি হয়েছে  প্রয়োজন হলে ভাঙতেও পারে

 

আরিফুল:  কবিতার ক্ষেত্রে দশক ভিত্তিক কোন সংজ্ঞা আছে কি? যদি থাকে, আশি থেকে শূন্য দশকের সংজ্ঞাগুলো কি কি বলে আপনি মনে করেন ?

স্নিগ্ধা বাউল : দশক থাকবে ইতিহাসের পাতায়, কবিতায় নয়

 

আরিফুল: একজন কবির লেখালেখির পূর্ব প্রস্তুতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন ?

স্নিগ্ধা বাউল : প্রচুর পড়া

আরিফুল: নতুন যারা লিখছেন তাদের সম্পর্কে কিছু বলুন ?

স্নিগ্ধা বাউল : সাহিত্যে গুরুবাদ বলে কিছু নেই

 

আরিফুল: সাহিত্যবার্তাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

স্নিগ্ধা বাউল : ধন্যবাদ আপনাকেও

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান