‘নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ এ যাচ্ছেন কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন
‘নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ এ যাচ্ছেন কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন

: বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন আগামী ২৭ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য ‘International Literature Festival, Kathmandu-2019’- অনুষ্ঠানে বাংলাদেশের একজন ‘অতিথি কবি’ হিসেবে আমন্ত্রিত হয়েছেন।

 

তিনি ‘হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৬ ডিসেম্বর বাংলাদেশের প্রতিনিধি দলের হয়ে ঢাকা ত্যাগ করবেন।

 

উল্লেখ্য, ফারুক সুমন চাঁদপুর জেলার শাহরাস্তির উপজেলার সন্তান। এই সম্মেলনে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রথিতযশা কবি ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা, কবি কামরুল হাসান, কবি ও গল্পকার আশরাফ জুয়েল এবং কবি নূর কামরুন নাহার।

 

ফারুক সুমন ১৯৮৫ সালের ১ মার্চ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় দেয়ালিকায় ছড়া ও কবিতা দিয়ে তার লেখালেখির হাতেখড়ি। তখনকার সময় শিল্প-সাহিত্যে আনাড়ি এই বালকের নতুন বিস্ময় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কারণ এখানে এসে তিনি কিছু সৃষ্টিশীল গুণী মানুষের সংস্পর্শ তাঁর ভাবনাবিশ্বকে প্রবলভাবে আলোড়িত করে।

 

প্রয়াত নাট্যকার, নাট্যাচার্য সেলিম আলদীন, কবি মোহাম্মদ রফিক, কবি খালেদ হোসাইন, লেখক ও গবেষক আবু দায়েন, কবি ও গল্পকার রায়হান রাইন, কবি হিমেল বরকত, কবি সুমন সাজ্জাদসহ প্রমুখ ব্যক্তিত্বের সান্নিধ্য তাঁকে শিল্পের সড়কে হাঁটতে উদ্বুদ্ধ করে।

 

ছাত্রাবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌথ সম্পাদনায় প্রকাশ করেন সাহিত্য সংশ্লিষ্ট ছোট কাগজ ‘অক্ষৌহিণী’। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পাঠচক্র ‘কালবোধন’ এর সংগঠক ছিলেন তিনি।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যথাক্রমে স্নাতক (২০০৫), স্নাতকোত্তর (২০০৬) প্রথম শ্রেণি এবং উচ্চতর এম. ফিল. (২০১৪) ডিগ্রি অর্জন করেন।

 

কবি ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত হলেও কথাশিল্পেও তাঁর কলম সচল ও স্বতঃস্ফূর্ত। ‘শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ ‘ (২০১৫) গ্রন্থের জন্য তিনি “উপমা-খোলাচিঠি সম্মাননা- ২০১৬” লাভ করেন।

 

এছাড়া একাডেমিক কৃতিত্বের জন্য ২০০৬ সালে “নিপ্পন ফাউন্ডেশন অব জাপান” থেকে শিক্ষাবৃত্তি লাভ করেন।

 

ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ :-

 

কাব্যগ্রন্থ :-

 

. ‘অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে’ (২০১৭) ।

. ‘আঙুলের ডগায় সূর্যোদয়’ (২০১৮)।

 

প্রবন্ধগ্রন্থ :-

 

. ‘শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ ‘ (২০১৫)

. ‘শিল্পের করতালি’ (২০১৯) ৩. শামসুর রাহমান : অন্তর্গত অন্বেষা, নিবিড় পাঠ ২০২০ (প্রকাশিতব্য)।

 

বর্তমানে তিনি ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ’ (রাইফেলস কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা)- এ বাংলা বিষয়ে অধ্যাপনা করছেন।

 

তিনি পাঠক,বন্ধু ও শুভার্থীদের নিকট দোয়া কামনা করেছেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান