ওয়াহিদ জালাল এর দশটি কবিতা
ওয়াহিদ জালাল এর দশটি কবিতা
নিখাদ রক্তের মানুষ

রক্তের চাঁপা পড়ে বৃক্ষ আর কুসুমের যে অমলিন সুবাস
বাতাসে ঘুরে বেড়ায় তার নাম ভালবাসা ।
জন্মের চাদরে জীবনের আব্রু ঢেকে রাখে অনন্তকাল,
বয়স বাড়ে, চোখের ভেতর স্বপ্নের দিঘি বড় হতে থাকে,
সেই জলে সাঁতার কাটতে থাকে হাতেগোনা
কিছু মানুষের স্বার্থক জীবন,
জলের রঙ বদলায় তারা কখনো বদলায়না ।

আমি সৈয়দ আশরাফুল ইসলামের কথা বলছিলাম,
তার রক্তে কোন খাদ ছিলো না,
শরীরে বহমান রক্তের পূর্বসুত্র একদিন আমাদের
প্রিয় বাংলাদেশের জন্য ঝরিয়ে গেছেন ত্যাগী ভালবাসায় অকৃত্রিম বিশ্বাসে ।
আমি তাকে জানতাম, দীর্ঘদিন দেখেছি তাকে খুব কাছে থেকে, মানুষটি যেনো
ছোট্ট শিশুর সারল্যের ভরা ভালবাসা দিয়ে কাছে রাখতে জানতেন ।
প্রতিদিনের কাজ সেরে আমাদের দেখা হতো
হ্যানবারী স্ট্রিটের একটি ঠিকানায়,
আজও অমলিন সেই পথের ধূলা,শুধু তার শূন্যতায় ভিজছে প্রতীক্ষার কুয়াশা ।

দুই হাজার ষোল সালে শেষ দেখা আমাদের হয় ঢাকায়,
বলেছিলেন লন্ডন এলে দেখা করিস, এসেছেনও কয়েকবার,
ফোনালাপ হয়েছে আমাদের, দেখা হয়নি । দেখা হলে হয়তো
আরও মানুষের গল্প শুনতাম তার কাঁপা কাঁপা কন্ঠে,
হয়তো আবার আমাদের নিয়ে নতুন কোন ভবিষ্যতের স্বপ্ন আঁকতেন,
বলতেন, যা সত্য তা মেনে নিতে দ্বিধাবোধ করোনা,
জীবন তো একটাই, তাকে জীবনের কাছাকাছি রেখে যাও।

ছায়াগুলো বুঝি চিরকাল এভাবেই সরে যায়!
আর আমাদের ছেড়ে যায় সময়ের প্রখর রুদ্র দাহে,
তবু চলে যেতে হয়, নিয়মের আগরবাতি জ্বলে ওঠে,
পুড়ে পুড়ে সুবাস ছড়ায় আর সুরভিত রাখে আমাদের ভূবন চিরকাল ।


অক্ষরের ভেতরও তুমি

এখন ভোর
মনের প্রভাতে ফুটে আছে প্রতিদান,
সমস্ত আঁধার কাটেনি বাইরে
তবু মনের প্রবল ইচ্ছে
আজকের সূর্যোদয়ে তুমি যদি
পুরাতন হয়েও ফিরে আসতে!
মানুষ খুব বেশিদিন বাঁচেনা রে,
তা জেনেও আমার ইচ্ছে হয়
এসে যদি সেই ভাঙা দুয়ারটি
তোমার হাতে খুলে দিতে দিতে বলতে,
এতো বেহিসেবি হয়েছো তুমি, বুঝোনি,
আমিও যে তোমার প্রতীক্ষায় ছিলাম।

এক এক দুই হাজার ঊনিশ

অন্তের জন্য উদারভাবে প্রসারিত আমার
তীব্র আফসোসের প্রিয় মিলন কামনা,
তুমি কি করে ভুলে যাও?
আজ এসেছো, দাঁড়াও
দুয়ারটি খোলাই আছে, ভেতরে এসো
পুরনো সূর্যটি গতকাল আমার ওই
জানলায় ডুবে গেছে,
দুর অতীতের মাঝখানে রেখে গেছে
আশার চুম্বন আর স্মৃতির ঝড় পূণর্বার।

পড়ে থেকোনা বুকের উপর,জ্বালিও না
আগুন,মানুষের প্রতিমা নষ্ট হয়ে যায়।
ইচ্ছের বুনিয়াদ শিকড়ে নীল নয়না,
তার কাছে জলের মহান ভাষা ভেঙে ভেঙে
সুখের শব্দে জপমালা করে দাও,
যদি হতো,আমার ইচ্ছের হাতটি
অন্ধকারে আকাশের চাঁদকে তুলে এনে
অসহায় নিঃশ্বাসগুলোর কাছে রেখে দিতাম।
তুমি তা পারো যা মানুষের আয়ত্বহীন।

উল্লসিত কামনা বাসনাগুলোকে
পাড়ি দিতে হবে কালো রাত্রির অন্ধকার,
এসো, তুমি আমার পাশেই বসো
অনন্তকাল যারা মানুষের পাশে বসে থাকে
তাদের শরীরের ঘ্রাণে উজ্জল হয় চারপাশ
আজ মানুষের অতীত নিজের ঋণ পরিশোধ করে
আগামির সুন্দর সাজিয়ে রাখুক ভালোবাসার পশরায়।


আত্মকাব্য

গভীর অন্ধকারে নিজের ঘর পুড়িয়েও
তুমিতো উজালা দেখেছো ওয়াহিদ,
তবু তো এভাবে কাঁদোনি কখনো
আজ কেন জল টলমল চোখের কোনে ?
যে কান্নার শব্দে নিজের আত্মার জখম ভরে না,
তবে কেনো তার মিছে নিষ্ফল নির্গমন ?

তার চেয়ে ভালো
আত্মাকে কাঁদতে শিখাও আর
তুমি তার অথৈ জলে ডুবে যাও।

অবাধ্য আঁচল

প্রেমে আত্মবিশ্বাসী যদি হও
সময়ের উরু আগুনে পুড়িও না
অন্ধকারে মিলনে ব্যর্থ ঘৃতদীপ
ঘরের ভেতর বেড়ে উঠে আশার বুনিয়াদ
চন্দনের সুগন্ধে চোখের জল অস্থির
তুমি তবু ফিরে আসার কথা বলছো!

তুমি যখন ফিরে আসবে
শূন্যতার কাফনে মোড়া পাবে আমাকে
আমার একাকীত্বে কিছু স্বপ্ন ছাড়া
কিছুই ছিলো না আশার পোড়া এই খাকে

একদিন নিজের পরাজয় বর্ণনা করতে
এসে মায়ের বুকের মতোন এক টুকরো
মাটির উপর দাড়িঁয়ে ছিলাম,
আমার কথা শুনে সবাই হা হা করে হেসে
উঠলো,সেদিন আমি বুঝেছি
জ্বালা, পোড়া, দুঃখ আর কষ্টের বয়ান শুনে
কিংবা নিজের চোখে দেখে অন্যকে তামাশা
বানিয়ে মানুষ কত মধুর হাসি হাসতে পারে,
তবু কষ্টগুলো একান্ত নিজেরই থাকে অনন্তকাল।

নদীর চর একা পড়ে থাকলেও কূল ছাড়েনা চরায়
এখানে কিছু সত্য বিশ্বাসের মতো লেগে আছে
প্রাণীর ভিতর অকালে অঙ্কুর নষ্ট হয়
গল্পহীন ক্ষুধা তবু বুকের মাঝখানে বাঁচে

আমি তার সাথে দেখা করতে গিয়ে কেন হেসেছি
তুমি জানতে চাও ওয়াহিদ?তবে শোনো,
আমি তো মিলনে হেসেছি তার সাথে
কান্নায় ভেঙে পড়তাম যদি
আনন্দ রয়ে যেত আর্তনাদে।

আত্মকাব্য

তোমার গলার মালায় যে ফুলটি
বাসি হয়ে গেছে
চোখের জলে ভিজিয়ে
পাগলের মতো ছুটতে ছুটতে এসে একদিন
তাকে প্রেমিকের মাজারে রেখে যেও।

পিতার আঙুলে স্বাধীনতার সূর্যোদয়

একটি জীবন্ত ছবি খসে পড়লো দেয়াল থেকে
তারপর কাঁচা রক্তের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে
রেখে দিলো ইতিহাসের অমর পৃষ্ঠায়
আজ যতোবার তাকে পাঠ করি
বুকের ভেতর থেকে ধিক্কার দেই
সেই সব কাপুরুষের উদ্ধত হাতের প্রতি
যে ধারালো নখের হাতগুলি একবারও কেঁপে ওঠেনি
এক লক্ষ সাতচল্লিশ হাজার
বর্গ মাইল আয়তনের বুকটাকে বিদ্ধ করার পূর্বে!

তাই বলে ছিন্নভিন্ন হয়নি তার স্বপ্নের ভূখন্ড
আমাদের স্বাধীনতা আজও গেঁথে আছে
সেই একটি নামের উপর
তুমি চির অমর, চির অম্লান
বঙ্গবন্ধু শেখ মুজিবর ।


মানুষ কাঁচা কাঠ

সেই বিছানা আজ চাঁদের থালা হাতে তোমার জন্য প্রতীক্ষায় শামুকের মতোন বুকের আব্রু টানে । এক সময় আসে, কেমন বেজান হয়ে বুকের ওপর ভাসমান ঘুমিয়ে পড়ে নিজের ছায়া, মনকে যত্নে রেখে তবু আড়াল করে বৃক্ষের শরীরের লাখান একটি মায়া । যারা এখনো আছে,তাকিয়ে দেখে, আগামী নিজের প্রতি আগ্রহ প্রকাশ করে গভীর ভাবে নিজেকে ভালবাসতে শিখায় । মানুষ চিরকালের কাঁচা কাঠ । ধীরে ধীরে আয়ুর ঘুন পোকা নষ্ট করে দেয়, কেউ বুঝে কেউ বুঝে না । স্বার্থের একটি পথ পথেই ঘোরে, বুকের বোতাম খুলে কলিজা খুঁড়ে খুঁড়ে বিরাট গর্ত করে শেষে অবুঝ বেলার খেলা শেষের মতো দৌড়ে গিয়ে লুকায় মাটির মমতার আঁচলে । ধাইরে জ্বালানো লেমের আগুনের দিক নির্দেশের অফুরান দৃষ্টি ব্যর্থ হয় যখন, মানুষ অতি কামনায় হৃদয়ের সলতায় আগুন ধরায় নিজের হাতে! আগুনও সহজে জ্বলে ওঠে, যেমন যৌবনের বারান্দায় সহজের সেজদা অন্ধকার কবুল করে । প্রাণগুলোর আপন দেশ থাকে না, প্রাণেরা অনন্তকাল পরবাসী । খাঁচায় পোষা পাখি সবসময় আকাঙ্ক্ষা রাখে যেমন করে হউক শিকল তার ভাঙতে হবে, মালিক ভাঙা শিকল জোড়া দেয়। তবে পারদ ও মানুষের মিল অনেক বেশি, ওরা মিলনে ব্যর্থ হয় সমকামনার বিষাদে, শুধু আশিক রঙিলা হয় সৃজনে। পথের ওপর পথ শুধু ঘুমিয়ে থাকে না, মানুষও নিজের জন্য প্রেরিত নয়। প্রাণীরা একে অন্যের ভাল মন্দে করুনার চিৎকার হয়ে জগত সংসারকে দৃষ্টিময় করে তুলে

আত্মকাব্য

তোমার জন্য সেদিন ভোর না হউক প্রত্যাশা করেছি ।
তবু ভোরের সূর্য আলোময় করলো পৃথিবীর মুখ।
আমি ফজরের সুগন্ধি বাতাসে ইমানের মুখ ধোয়া
আলোর মাঝখানে দাঁড়িয়ে বিচলিত হয়ে তোমাকে খুঁজছি,
তখন শূন্য সড়কের ওপর ভাসমান ছিলো
বিশ্বাস চাষী কয়েক জন মানুষের ছায়া,
আমি তখন বুকের ভেতর লুকানো মিথ্যের মতো
তোমাকে ভালবাসতে অধীর আগ্রহে আঙুল দিয়ে
ঈশ্বরের প্রতি প্রেমের বিষয় প্রেরণ করি ।

আচ্ছা এমন কেনো মনে হয়

আচ্ছা এমন কেনো মনে হয়,
পাশের আলমারি চোখ মেলে তাকায়
বিছানায় শুদ্ধ আতরের সুবাস
আমাকে তোমার মতো জড়ায়।

আচ্ছা এমন কেনো মনে হয়,
বাতাস গান তুলে শুকনো পাতায়
পাখির মত শূন্যতা বাজায় বাঁশি
বিরহী আমার বুকের বেহালায়।

আচ্ছা এমন কেনো মনে হয়,
মাছ ঘাই তুলে পুকুরের জলে
আমার ভেতর তুমি নড়ে ওঠো
আশার প্রদীপ নিরাশায় জ্বলে।

আচ্ছা এমন কেনো মনে হয়,
ফুলের পরাগে জমে থাকা শিশির
বাহুর মতো হাত বাড়িয়ে ডাকে
সম্মুখে পা বাড়ালে ঘর হয় অস্থির।

আচ্ছা এমন কেনো মনে হয়,
ছায়ার ওপর আকাশ রাখলে ছায়া
একটি মুখের ছবি ভেসে ওঠে
কাছে ডাকে ভুলাতে তার মায়া।

আচ্ছা এমন কেনো মনে হয়,
তোমাকে ধরতে গেলে ছুটে
বৃন্তঝরা স্বপ্ন শত এই আঁধারে
একটি গোলাপ হয়ে ফুটে।

আচ্ছা এমন কেনো মনে হয়,
দূরের আকাশ আজ তুমি হয়ে
কতো কাছে এসে ভালবেসে
যেনো তুমিই আমার আমিময়ে ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান