কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্মদিন আজ
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্মদিন আজ

ইমদাদুল হক মিলন । বাংলাদেশের প্রখ্যাত এই কথাসাহিত্যিক ও নাট্যকারের আজ জন্মদিন। নাটকের পাশাপাশি গল্প, উপন্যাস রচনা করেও জনপ্রিয় হয়েছেন ।

কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমুল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন খান এবং মায়ের নাম আনোয়ারা বেগম।

মূলত কিশোর বাংলা পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ খৃস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামে একটি ছোট গল্প লিখে পাঠকের নজর কাড়তে শুরু করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয় ইমদাদুল হক মিলন। দুই বাংলায় তার ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দুইশত। অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।

দেড় শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যুবরাজ, কোথায় সেজন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে বিপুল জনপ্রিয়তা পায় ।

তিনি ১৯৮৬ বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার লাভ করেন। ১৯৮৭ সালে পান ইকো সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার পান ১৯৯২ সালে । পূরবী পদক অর্জন করেন ১৯৯৩ সালে। এছাড়া বিজয় পদক, মনু থিয়েটার পদক, যায় যায় দিন পত্রিকা পুরস্কার, ঢাকা যুব ফাউন্ডেশন পদক, বাচসাস পুরস্কার, জিয়া শিশু একাডেমী কমল পদক, এস এম সুলতান পদক, জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার পেয়ে খ্যাতি পান। সর্বশেষ ২০১৯ সালে অর্জন করেন একুশে পদক ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান